সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তাদের দেশের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো আপস হবে না। এই ধরনের যেকোনো সম্ভাবনার কথা সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানী ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শাহবাজ বলেন, আমাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো আপস হবে না।
গত বুধবার (১৯ ডিসেম্বর) পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই নিষেধাজ্ঞা পাকিস্তানের চারটি সংস্থার ওপর আরোপ করা হয়। যার মধ্যে দেশটির রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিরক্ষা সংস্থাও আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোকে এই নিষেধাজ্ঞা টার্গেট করে যুক্তরাষ্ট্র।

ইসলামাবাদে পাকিস্তান দিবসের সামরিক কুচকাওয়াজে পাকিস্তানি সেনারা একটি শাহিন-৩ সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশে দাঁড়িয়ে আছেন। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, এনডিসিসহ চারটি বাণিজ্যিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক ও পক্ষপাতমূলক।
তারপর যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার জানান, পাকিস্তান দীর্ঘ-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা তৈরি করছে, যা দক্ষিণ এশিয়ার বাইরেও লক্ষ্যবস্তুতে আঘাত হানার সম্ভাবনা তৈরি করতে পারে, এমনকি যুক্তরাষ্ট্রেও।
তার এই মন্তব্যেরও প্রতিবাদ জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তাদের দেশের প্রতিরক্ষা কর্মসূচি—পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র—শুধু নিজ দেশের নিরাপত্তার স্বার্থে।
আজকের বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সুরেই কথা বলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা শুধু প্রতিরক্ষার জন্য।