ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

দুবাইয়ের আকাশে উড়ে বেড়ালো হাইপারকার (ভিডিও)

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২২

দুবাইয়ের আকাশে উড়ে বেড়ালো হাইপারকার (ভিডিও)

বেলওয়েথার কোম্পানির তৈরি উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ - সংগৃহীত

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আন্তঃশহর যাতায়াতের জন্য এই হাইপারকার তৈরি করা হয়েছে। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২২০ কিলোমিটার গতিবেগে উড়তে পারে এই গাড়ি।

লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান বেলওয়েথার ইন্ডাস্ট্রিজ এই গাড়ি তৈরি করেছে। গত নভেম্বরে প্রোটোটাইপটি তৈরির সব কাজ শেষে পরীক্ষামূলকভাবে ওড়ানো হয় সেটি। সম্প্রতি তারা দুবাইয়ের আকাশে সেই সম্পূর্ণ বৈদ্যুতিক হাইপারকার ‘ইভিটিওএল’ ওড়ানোর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

আরও পড়ুন : খেতাব-পদবি হারানোর পর আরও একটি দুঃসংবাদ পেলেন প্রিন্স অ্যান্ড্রু

ইভিটিওএল হলো- ইলেকট্রিক ভার্টিকাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং। গত দুবছর ধরে এই হাইপারকার নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বেলওয়েথার। কিভাবে এটি আরো নিরাপদভাবে ওড়ানো যেতে পারে তা নিয়ে ব্যাপক গবেষণা চালায় তারা। 

বেললওয়েথারের সহ-প্রতিষ্ঠাতা কাই-সে (কেটি) লিন বলেন, আমাদের ভোলার (হাইপারকার) দারুণভাবে উড়ছে। আমাদের সব পরিশ্রম যে স্বার্থক হয়েছে এটি তার প্রমাণ। এটি নিয়ে আমরা আত্মবিশ্বাসী। এই হাইপারকারকে দিনে দিনে আরও উন্নত ও আধুনিক করে তুলব আমরা।

এদিন ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে গাড়িটি ১৩ ফুট উঁচ্চতায় ওড়ানো হয়। কোম্পানির ভাষ্যমতে, গাড়িটি স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণযোগ্যতায় দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। 

আরও পড়ুন : দুই সপ্তাহের মাথায় আরও একটি মসজিদ বন্ধ করে দিল ফরাসি সরকার

ভিডিওতে দেখা গেছে, গাড়িটি সু-নিপুণভাবে উড্ডয়ন করলো, তারপর উড়ে বেড়ালো এবং নিরাপদে মাটিতে ল্যান্ড করলো। বর্তমান মডেলে কেবল দুটি আসনই আছে। তবে ভবিষ্যতে পাঁচ আসনের হাইপারকার বানানো হবে যাতে করে পরিবারের সদস্যদের নিয়ে চড়া যায় সেটিতে। 

এটিই বিশ্বের প্রথম ইভিটিওএল যাতে কোনো পাখা বা এ জাতীয় যন্ত্রাংশ নেই। এটি মূলত ব্যক্তিগত গাড়ির বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। আগামী বছরের মধ্যে এটি পূর্ণরূপে প্রকাশ পাবে বলে জানিয়েছে কোম্পানিটি। 

প্রসঙ্গত, ফ্লাইং ট্যাক্সির জন্য আইন পর্যালোচনার জন্য দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের প্রথম আইনি ফোরাম অনুষ্ঠিত হওয়ার একদিন পরে এ হাইপারকারের পরীক্ষামূলক উড্ডয়ন প্রকাশ করা হলো।