সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২
নিউজিল্যান্ডের অকল্যান্ডে এ যুবকের কান থেকে বের করা হয়েছে তেলাপোকা। ছবি সংগৃহীত
ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের অকল্যান্ডে। শুনতে অসুবিধা হওয়ায় ওই যুবক মনে করেন, গোসলের সময় তার কানে পানি ঢুকেছে। কিন্তু চিকিৎসার টেবিলে দেখা যায় ভিন্ন কিছু। তার কান থেকে গোটা তেলাপোকা বের করেন চিকিৎসক। ইতোমধ্যে সেটি মারা যায়।
চিকিৎসকের ধারণা, বাসাতেই কোনোভাবে জেন ওয়েডিং নামের সেই যুবকের কানে তেলাপোকা ঢোকে। বিষয়টি জানার পর প্রায় মূর্ছা যাওয়ার অবস্থা হয় তার।
এক সাক্ষাৎকারে ওয়েডিং বলেন, ‘গত ৭ জানুয়ারি স্থানীয় একটি পুলে গোসল করি আমি।পরে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ি। কয়েক ঘণ্টা বাদে জেগে উঠি। কিন্তু আর কানে শুনতে পাই না। ব্যাপারটা বাবা-মাকে জানাই।আমার কান টেনে তারা দেখেন ভেতরে কিছু একটা নড়ছে।’
আরও পড়ুন: মাসের ব্যবধানে তৃতীয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উ. কোরিয়া
পরদিন সকালেই চিকিৎসকের কাছে যান ওয়েডিং। প্রাথমিকভাবে সেখানে তাকে ইনজেকশন ও অ্যান্টিবায়োটিক দেয়া হয়। সেই সঙ্গে কানের গরম বাতাস দিতে বলা হয়। তবু সমস্যা থেকে যায়। এই অবস্থায় কিছুদিন পর ওকে আবার আসতে বলেন বিশেষজ্ঞরা।
কিন্তু বাসায় ফেরার পর কানে যন্ত্রণা আরও বাড়ে ওয়েডিংয়ের। খেতে, পরতে, ঘুমাতে, শুতে-সবক্ষেত্রেই শুনতে সমস্যা হয় তার। ফলে ফের গত ১০ জানুয়ারি চিকিৎসকের কাছে যান তিনি।
এবার কানে দৃষ্টি দিলেই চিকিৎসক চমকে ওঠেন। বলেন, 'ওহ ঈশ্বর, তোমার (ওয়েড) কানের ভেতরে পোকা রয়েছে।' এরপর শুষে নেয়ার যন্ত্র ও টুইজার দিয়ে ওই যুবকের কান থেকে তেলাপোকা বের করা হয়।
চিকিৎসক জানান, এর আগে কখনও এমন ঘটনা দেখেননি তিনি। তাই স্মৃতিচিহ্ন হিসেবে সেই তোলাপোকাটি তাকে দিয়ে এসেছেন ওয়েডিং।