সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২২
ভারতের উদ্দেশে রওনা দিচ্ছিল দুটি বিমান। তবে দুবাই বিমানবন্দর থেকে ওড়ার সময়ই ঘটে বিপত্তি। ছবি সংগৃহীত
ভারতীয় সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, গত রোববার রাত পৌনে ১০টায় দুবাই থেকে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিলে এমিরেটসের ইকে-৫২৪ বিমানের। প্রায় একই সময় সেখান থেকে বেঙ্গালুরু রওনা হওয়ার কথা ছিল এমিরেটটের ইকে-৫৬৮ বিমানের।
তবে ভুলবশত দুটি বিমানই একই রানওয়েতে চলে আসে। এতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এ সম্পর্কে এক ব্যক্তি জানান, 'হায়দরাবাদগামী ইকে-৫২৪ বিমানটি দুবাই বিমানবন্দরের ৩০ আর রানওয়ে দিয়ে ওড়ার জন্য গতি বাড়াচ্ছিল। ওই সময় বিমান চালকরা একই রানওয়ে দিয়ে আরেকটি বিমানকে আসতে দেখেন। সঙ্গে সঙ্গে বিমানটির গতি কমিয়ে দেন তারা। তৎক্ষণাৎ রানওয়ের এন৪ ট্যাক্সি বে’তে ঢুকে পড়ে বেঙ্গালুরুগামী বিমানটিকে রাস্তা করে দেয় হায়দরাবাদগামী বিমান।
আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া ভ্যাকসিন পাঠানো হচ্ছে গরিব দেশে
এটিসিও বিষয়টি টের পেয়ে তৎপর হয়। তাদের নির্দেশেই হায়দরাবাদগামী বিমানটি উড়ে যাওয়ার ৫ মিনিট পর বেঙ্গালুরুগামী বিমান উড্ডয়ন করে।
এমিরেটস বিমান সংস্থা বিষয়টি স্বীকার করেছে। এরই মধ্যে তদন্ত শুরু করেছে তারা। পাশাপাশি এএআইএসও তদন্ত করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, হায়দরাবাদগামী বিমানটি এটিসির অনুমতি না নিয়েই ওড়ার জন্য রানওয়েতে এগোচ্ছিল।
এমিরেটস হায়দরাবাদ ও বেঙ্গালুরুর জন্য দুবাই থেকে বোয়িং বি- ৭৭৭ বিমান ব্যবহার করে। সেগুলোতে ৩৫০ থেকে ৪৪০ জনের আসন থাকে। তাই বিমান দুটিতে কয়েকশ যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।