ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

সাগরের তলদেশে অগ্ন্যুৎপাতের পর টোঙ্গায় সুনামি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২

সাগরের তলদেশে অগ্ন্যুৎপাতের পর টোঙ্গায় সুনামি

ছবি - সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা গেছে, সাগরের পানি উপচে শহরের ভেতরে ঢুকে পড়ছে। পানি একটি গির্জা ও কয়েকটি বাড়ির ভেতর ঢুকতে দেখা যায়।

টোঙ্গার রাজধানী নুকু’আলোফায় আগ্নেয়গিরি থেকে উদগিরিত ছাই এসে পড়ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শনিবার (১৫ জানুয়ারি) অগ্ন্যুৎপাতের পরপরই নিকটবর্তী টোঙ্গা, ফিজি ও নিউজিল্যান্ডে সুনামির সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। এরপর টোঙ্গার বাসিন্দারা উঁচু স্থানে আশ্রয় নেয়ার জন্য ছুটে যায়।

আরও পড়ুন: কর্মী নিয়োগে অনলাইন আবেদনের তারিখ জানাল মালয়েশিয়া

হুঙ্গা-টোঙ্গা-হুঙ্গা হা’আপাই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের পর দক্ষিণ প্রশান্ত মহাসাগরজুড়ে একটি শকওয়েভ ছড়িয়ে পড়ে। এই আগ্নেয়গিরিটি টোঙ্গার রাজধানী নুকু’আলোফা মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত।।

গ্যাস, ধোঁয়া ও ছাইয়ের কুণ্ডুলি আকাশের অন্তত ২০ কিলোমিটার পর্যন্ত উঠে গিয়েছিল বলে জানায় টোঙ্গার ভূতাত্ত্বিক বিভাগ।

এই অগ্নুৎপাত অন্তত আট মিনিট স্থায়ী ছিল। অগ্নুৎপাত এত প্রচণ্ড ছিল যে এর শব্দ উৎপত্তিস্থল থেকে অন্তত ৮০০ কিলোমিটার দূরে ফিজি থেকে ‘জোরালো বজ্রধ্বনির’ মতো শোনা গেছে।

এদিকে ফিজির সরকার সুনামি সতর্কতা জারি করেছে। এছাড়া উপকূলের নিচু স্থানগুলোতে বাসিন্দাদের জন্য আশ্রয় কেন্দ্র খুলেছে তারা। অন্যদিকে ঝড়ের সময়ের মতো ঢেউ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ২৩০০ কিলোমিটার দূরবর্তী নিউজিল্যান্ড।