ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

অন্তর্বর্তী সরকার মনে হয় বিএনপির ওপর নারাজ

প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকার মনে হয় বিএনপির ওপর নারাজ

মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ঢাকা উত্তর বিএনপির উদ্যোগে ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান তিনি এমন মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দ্রুত নির্বাচন দিলে মনে হয় বিএনপি ক্ষমতায় যাবে।

তিনি বলেন, এমন ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ গ্রহণের জন্য আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। দেশে একমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপি-ই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানার মধ্যে থেকে ভালো মানের ফুটবল খেলোয়াড় বের করে ৮টি ভাগে ভাগ করে একটি সুশৃঙ্খল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। আরাফাত রহমান কোকোর ফুটবল টুর্নামেন্ট সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।

এ সময় জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন অয়ালী সাব্বির, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, সদস্য মোজাম্মেল হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়।