সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২২
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি সংগৃহীত
শুক্রবার (১৪ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ড. হাছান বলেন, প্রতিবেদনটি পড়ে মনে হয়েছে; বাংলাদেশ থেকে বোধ হয় কেউ তা ‘খসড়া’ করে দিয়েছে। পরে পরিমার্জন করে প্রকাশ করেছে সংস্থাটি।
তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠন থাকা ভালো। কিন্তু বিভিন্ন দেশের ব্যক্তি বিশেষের কাছ থেকে তথ্য নিয়ে কারও স্বার্থ রক্ষা এবং রাজনৈতিক উদ্দেশ্যে নিজেদের ব্যবহার করা ঠিক নয়। কারও পক্ষে বিবৃতি দেয়া সংস্থাটিকে প্রশ্নবিদ্ধ করে।
আরও পড়ুন: টাকা ছিনিয়ে নিতেই প্রধানমন্ত্রীর বান্ধবী ঢাবির সাবেক অধ্যাপককে হত্যা
মন্ত্রী বলেন, ‘হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিটি আমি দেখেছি। এটি কোনোভাবেই বাস্তবসম্মত নয়। একেবারে একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি বলেন, বিবৃতিতে উল্লিখিত দুই তিনটি বিষয় ছাড়া মানবাধিকার নিয়ে সংগঠনটির আর কিছু জানা আছে বলে মনে হয় না। একজন লেখক ও রেইন ট্রি হোটেল নিয়ে কিছু ব্যক্তি বিভিন্ন সভা-সমিতিতে প্রায়ই যা বলেন, বিবৃতিতে সেগুলোই আছে।’
মন্ত্রী উল্লেখ করেন, কয়েকদিন আগে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা গুয়ান্তানামো বে’র বন্দি নির্যাতন কারাগার বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটি থেকেই হিউম্যান রাইটস ওয়াচ পরিচালিত হয়। সেখানেও মানবাধিকার চরম লঙ্ঘন হয়। তাই সেসবের দিকে নজর দিতে সংগঠনটির প্রতি অনুরোধ জানান তিনি।