সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২
নাসিক নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা। সংগৃহীত ছবি
ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, শুক্রবার ১৪ জানুয়ারি রাত ১২টা থেকে ১৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া শনিবার (১৫ জানুয়ারি) রাত ১২টা থেকে রোববার (১৬ জানুয়ারি) মধ্যরাত পর্যন্ত ট্রাক ও পিক আপ চলাচল বন্ধ থাকবে। ইসি আরও জানায়, সাংবাদিক, নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবার কাজে নিয়োজিতদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৭ জন, নয়টি সংরক্ষিত নারী কাউন্সির পদে ৩৪ জন এবং ২৭টি ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: আলোচিত নারায়ণগঞ্জে কাল ভোট উৎসব
নারায়ণগঞ্জ সিটি ভোটে ১৯২টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩টি ভোটকক্ষে ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এরমধ্যে ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন পুরুষ এবং ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন নারী ভোট রয়েছেন।
এদিকে শেষ মুহূর্তে শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, নির্ধারিত ভোটকেন্দ্রগুলো থেকে সিসি ক্যামেরা সরিয়ে ফেলা হচ্ছে। বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং ভোটের দিন অপ্রীতিকর ঘটনার নীল নকশার অংশ হিসেবেই কেন্দ্রগুলো থেকে সিসি ক্যামেরা সরানো হচ্ছে। আর আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেন, তাকে পরাজিত করতে একজোট হয়েছে কয়েকটি পক্ষ। ভোটের দিন সহিংসতারও আশঙ্কা করেন তিনি।
অন্যদিকে সুষ্ঠু ভোটে প্রধান দুই প্রার্থীকে সংযত থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। জেলা রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, প্রধান দুই প্রার্থী নিজেদের সংযত রাখলে হবে না সহিংসতা। তবু সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ব্যবস্থা নেবে ইসি।
রোববার (১৬ জানুয়ারি) সব কেন্দ্রে ভোট হবে ইভিএমএ। ভোটের নিয়ম শেখাতে শুক্রবার সবগুলো কেন্দ্রে চলে মক ভোটিং।