ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

মির্জা ফখরুলের বাসার সবাই করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২২

মির্জা ফখরুলের বাসার সবাই করোনায় আক্রান্ত

বাসায় চিকিৎসা নিচ্ছেন মির্জা ফখরুল। ছবি সংগৃহীত

তিনি বলেন, দুই সপ্তাহ ধরে করোনা আক্রান্ত রয়েছেন মির্জা ফখরুল। এর মধ্যে তার বাসার সবাই ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। তবে কারও শারীরিক অবস্থায় জটিল নয়। বিএনপি মহাসচিবের গলায় কাশি আছে। অন্যদের তেমন কোনো উপসর্গ নেই।

শায়রুল কবির জানান, আগামী বুধবার ফের করোনা টেস্ট করাবেন ফখরুল সাহেব। তিনি বলেন, গতকাল বিকেলে বিএনপি মহাসচিবের স্বাস্থ্যের খোঁজ নেন দলের নেতাকর্মীরা। এজন্য তার উত্তরার বাসায় যান তারা। 

এ দলে ছিলেন বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল আউয়াল, ডা. বাদশা, ডা. রাজিব, ডা. মুনতাসির প্রমুখ।

আরও পড়ুন: টাকা ছিনিয়ে নিতেই প্রধানমন্ত্রীর বান্ধবী ঢাবির সাবেক অধ্যাপককে হত্যা

দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপি মহাসচিবসহ তার বাসার সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন।