সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪
ছেলেমেয়ের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গিয়ে হাজার চেষ্টা করেও, তারকার তকমা সরিয়ে রাখতে পারলেন না শাহরুখ খান ও অভিষেক বচ্চন। অনুষ্ঠান শুরুর প্রথমদিকে দর্শক আসনে বসে অন্যান্য মা-বাবাদের মতো অনুষ্ঠানের মজা নিচ্ছিলেন তারা। চোখ ভরে দেখছিলেন আব্রাম ও আরাধ্যার পারফরম্যান্স।
কিন্তু অনুষ্ঠান শেষ হতেই অন্য় চমক। অন্য মেজাজে শাহরুখ-অভিষেক। ছেলেমেয়ের সহপাঠীদের আবদারে নেচে উঠলেন এই দুই তারকা। আর সেই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
সারাদিন হাজার ব্যস্ততায় কাটে তারকাদের। কিন্তু যখনই ছেলেমেয়েকে সময় দেওয়ার সময় আসে, তখন হাতের সব কাজ ফেলে ঠিক সময় করে নেন তারা। অন্তত, শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক প্রতিবছর নিয়ম করে সন্তানদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আসেন। নাতনি আরাধ্যাকে মঞ্চে দেখতে আসেন দাদু অমিতাভ বচ্চনও। এবারও ঠিক এমনটিই হলো। দর্শক আসনে বসে আরাধ্যা ও আব্রামের স্কুল ড্রামা দেখলেন শাহরুখ, অভিষেক, ঐশ্বর্যরা।
ছেলেমেয়ের পারফরম্যান্স দেখে উচ্ছ্বাস ধরা পড়ছিল তাদের চোখে-মুখে। শাহরুখ, অভিষেক ক্যামেরাবন্দিও করলেন তাদের সন্তানদের অভিনয়। সব মিলিয়ে আম্বানিদের বার্ষিক অনুষ্ঠান ছিল যেন তারকার সমাবেশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল। ছোট থেকেই সেই স্কুলের পড়ুয়া আরাধ্যা। এবার সেই অনুষ্ঠানেই একফ্রেমে হাসিখুশি মেজাজে ধরা দিলেন অভিষেক-ঐশ্বর্য। দাদু অমিতাভ বচ্চনও উপস্থিত ছিলেন নাতনির পারফরম্যান্স দেখতে। এদিন সেখানে হাজির ছিলেন সইফ-করিনাও। কারণ তাদের দুই সন্তানও ধীরুভাই আম্বানি স্কুলের পড়ুয়া।
তবে সবার থেকে লাইমলাইট কেড়ে নিয়ে যে অভিষেক-ঐশ্বর্য স্পটলাইটে, তা বলাই বাহুল্য! দম্পতিকে আবার রং মিলান্তি পোশাকেও দেখা গেল।
অভিষেক-ঐশ্বর্য দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন। প্রবেশ পথেই দেখা গেল, স্ত্রীয়ের ওড়না মাটিতে লুটিয়ে পড়তে দেখে পেছন থেকে সামলে দিলেন অভিষেক।