ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

চতুর্থ বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ানোর আগেই সতর্ক করলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২২

চতুর্থ বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ানোর আগেই সতর্ক করলেন শ্রাবন্তী

শ্রাবন্তী চ্যাটার্জী

শ্রাবন্তী চ্যাটার্জী

বুধবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড পেজে সাত সেকেন্ডর একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানেই নতুন বউয়ের সাজে দেখা যায় তাকে।

শ্রাবন্তী চ্যাটার্জী

আলোচনা-সমালোচনা শুরু হওয়া কিংবা গুজব ছড়ানোর আগেই ভিডিওর ওপর স্পষ্ট করে জানিয়ে দেন, ‘শুটিং মুড’। অর্থাৎ শুটিং সেট থেকে ভিডিওটি তৈরি করেছেন নায়িকা।

ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীর পেছনে শুটিং সেট প্রস্তুত করা হচ্ছে। যা থেকে এটা স্পষ্ট, নায়িকা শুটিংয়ের জন্য প্রস্তুত হয়ে আছেন।

শ্রাবন্তী চ্যাটার্জী

এরপর ১১ সেকেন্ডের আরও একটি ভিডিও পোস্ট করেন শ্রাবন্তী। সেখানে ভিডিওর ওপর লেখা, ‘শুটিং ডে’। আর ক্যাপশনে লেখা, নতুন সিনেমা। অর্থাৎ, নতুন সিনেমার শুটিংয়ে তার চরিত্রের সাজে ভিডিওগুলো তৈরি করেছেন তিনি।

শ্রাবন্তী চ্যাটার্জী

এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, শ্রাবন্তীকে নির্মাতা অয়ন দের ‘ভয় পেয়ো না’ সিনেমায় দেখবেন দর্শকরা। এতে ‘তমসা’ চরিত্রে অভিনয় করবেন তিনি। আর তার বিপরীতে সুশান্ত চরিত্রে দেখা যাবে ওমকে। দর্শকরা তাদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখতে পাবেন।

আরও পড়ুন: ফিলিস্তিন ইস্যুতে এমা ওয়াটসনের পাশে ৪০ তারকা

প্রসঙ্গত, গত বছর তৃতীয়বার সাতপাকে বাধা পড়েন শ্রাবন্তী। কিন্তু সেই বিয়ে বেশি দিন টিকেনি, সেপ্টেম্বরেই বিচ্ছেদ হয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে।