ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

মনির খানের মাছ ধরা দেখলো কোটি দর্শক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২

মনির খানের মাছ ধরা দেখলো কোটি দর্শক

মনির খান

গত ২২ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাছ ধরার ভিডিওটি পোস্ট করেন মনির খান।

 ‘গালফ অব থাইল্যান্ডে’  ঝাঁকি (ক্ষ্যাপা) জাল দিয়ে মাছ ধরছেন মনির খান

শনিবার (১৫ জানুয়ারি) শিল্পীর ফেসবুক পেজ থেকে দেখা যায়, মাছ ধরার ভিডিওটি ইতোমধ্যে এক কোটি ১০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। আর এর মন্তব্যের ঘরে শ্রোতা, ভক্ত-অনুরাগী এবং শুভকাঙ্ক্ষীরা প্রিয় শিল্পীকে ভিন্নভাবে দেখতে পেয়ে প্রশংসা করছেন তার।

শিল্পীর মাছ ধরার ভিডিওটিতে এ পর্যন্ত রিয়েকশন পড়েছে পাঁচ লাখ ২৭ হাজারেরও বেশি। এতে মন্তব্য পড়েছে সাত হাজার ৮শ’রও বেশি এবং শেয়ার হয়েছে ১৪ হাজার।

মনির খান

মনির খান এ বিষয়ে জানান, থাইল্যান্ডে অবসর সময়ে শখের বশেই মাছ ধরতে গিয়েছিলাম। সেই ভিডিওটি ফেসবুকে পোস্ট করার পর শুভাকাঙ্ক্ষীদের ব্যাপক সাড়া পেয়েছি।

এর আগে ‘অঞ্জনা’ খ্যাত এই শিল্পী জানিয়েছিলেন, আমার গ্রামের বাড়ি কপোতাক্ষ নদের পাশে। ছোট বেলায় শখের বশে মাঝে মাঝে ঝাঁকি (ক্ষ্যাপা) জাল দিয়ে মাছ ধরতাম। বৃষ্টি হলে মাছ ধরার যে আনন্দ তা মুখে বলে বোঝানো সম্ভব না। গ্রাম থেকে ঢাকায় চলে আসার পর সেই দিনগুলো হারিয়ে যেতে থাকে। যা এখন কেবলই স্মৃতি। তবে এখনো সময়-সুযোগ পেলে সেই পুরোনো দিনগুলোয় ফিরে যাওয়ার চেষ্টা করি আমি।

মনির খান

এদিকে এই শিল্পী গত ১ জানুয়ারি ‘মনির খান’ ও ‘এমকে মিউজিক ২৪’ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘অঞ্জনা’ শিরোনামে একসঙ্গে দুটি গান প্রকাশ করেন। যা ব্যাপক সাড়া ফেলছে শ্রোতা মহলে।

প্রসঙ্গত, বর্তমানে নিয়মিত নতুন নতুন গান প্রকাশের পাশাপাশি দেশ-বিদেশে স্টেজ শো করে ব্যস্ত সময় পার করছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পী।