সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২
পরীমণি
গত ১২ জানুয়ারি দুটি প্যানেল চূড়ান্ত হয়। এর মধ্যে একটিতে রয়েছেন গত দুই মেয়াদে জয় লাভ করা মিশা সওদাগর ও জায়েদ খান। আর অন্যটিতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে নির্বাচন করার কথা ছিল পরীমণির। প্যানেলটি থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা নায়িকার। কিন্তু প্যানেল চূড়ান্ত হওয়ার দু’দিন পর শনিবার (১৫ জানুয়ারি) জানা যায়, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন পরীমণি।
নায়িকা জানিয়েছেন, আমি মা হচ্ছি, এটা সবাই জানেন। আর আমার শারীরিক অবস্থাও ভালো না। গত রাত পর্যন্ত শুটিং করেছি। আমাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার। এমন অবস্থায় আমি অনাগত সন্তানের কথা ভেবে কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। এ কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

এছাড়াও চিকিৎসার জন্য কয়েকদিনের মধ্যে ভারতে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন এই অভিনেত্রী।
ইলিয়াস-নিপুণ প্যানেল থেকে পরীমণির সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ইলিয়াসকে ফোন করা হলে ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন তিনি।
এদিকে ইলিয়াস-নিপুণ প্যানেলের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, আজ দুপুর ২টার দিকে পরীমণি নির্বাচন করতে অপরাগতা জানিয়েছে। তবে পরবর্তীতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন কিনা, বা এ সিদ্ধান্তেই রয়েছেন কিনা তা নিশ্চিত করে কিছু জানা যায়নি।