ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

সালাহর নৈপুণ্যে টটেনহামকে উড়িয়ে দিল লিভারপুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪

সালাহর নৈপুণ্যে টটেনহামকে উড়িয়ে দিল লিভারপুল

মৌসুম শেষ হওয়ার পথে। তবুও নতুন চুক্তি হয়নি মিশরের লিভারপুল ফরোয়ার্ড মুহাম্মেদ সালাহর। কারণ বয়সটা। তবে এই বয়সে যা করে যাচ্ছেন তা একেবারেই ভিন্ন। গোল করেন এবং করাচ্ছেন। তার নৈপুণ্যে টটেনহামের মাঠ থেকে ৬-৩ গোলের জয় নিয়ে ফিরেছে আর্নে স্লটের দল।

এবারের প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ৩৯টি গোল করেছে লিভারপুল। যা এখন পর্যন্ত অন্য ক্লাবগুলো করতে পারেনি। 

আক্রমণ-পাল্টা আক্রমণ, লিভারপুল প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ৩-১ গোলের ব্যবধানে। খেলার ২৩ মিনিটে প্রথম গোলটি দেখা পায় লিভারপুল। গোল করেন লুইস দিয়াজ। 

খেলার ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাতে স্কোরলাইন হয় (২-০)। খেলার ৪১ মিনিটে জেমস ম্যাডিসনের দূর পাল্লার শটে গোল করে ব্যবধান কমায় টটেনহাম ২-১। প্রথমার্ধের যোগ করা সময়ে দমিনিক সবোসলাইয়ে কাছ থেকে করা হেডে লিভারপুলের ব্যবধান দাঁড়ায় ৩-১। 

দ্বিতীয়ার্ধ ছিল মোহাম্মেদ সালাহ ম্যাজিক। খেলার ৫৪ ও ৬১ মিনিটে জোড়া গোল করেন তিনি। তাতে প্রিমিয়ার লিগে ১৫ গোল নিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষ গোলদাতা এখন তিনি। তার দুই গোলে স্কোরলাইন হয় ৫-১।

খেলার শেষ দিকে লিভারপুলকে চেপে ধরে টটেনহাম। ৭২ মিনিটে দেয়ান কুলুসেভস্কি ও ৮৩ মিনিটের ডমিনিক সোলাঙ্কির গোলে স্কোরলাইন হয় ৫-৩। বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। 

এই জয়ে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান মজুত করল লিভারপুল। ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা চেলসির।