ঢাকা, সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬

২২ পৌষ ১৪৩২, ১৬ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

কে বলেছে মেসি আমার চেয়ে সেরা: রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪

কে বলেছে মেসি আমার চেয়ে সেরা: রোনাল্ডো

সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অর্জন ও রেকর্ডে এই দুই তারকা নিজেদের এতোটাই উচ্চতায় নিয়ে গেছেন যে তার ধারেকাছেও নেই অন্য কেউ। তবে সমস্যাটা বাদে তখন যখন দু’জনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে বলা হয় কাউকে। মেসি না রোনাল্ডো; এই প্রশ্নে মুহূর্তেই ভাগ হয়ে যায় গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা।

এবার পর্তুগিজ তারকাকে খোদ এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। যেই প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন কর্তাকেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সিআর সেভেন। জানতে চেয়েছেন- কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?

মেসি এবং রোনাল্ডোরকে নিয়ে এই আলাপের পুরোটাই অবশ্য হয়েছে হাস্যরসের মধ্য দিয়ে। সোমবার (২৪ ডিসেম্বর) ইউটিউবের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব হওয়া ইউটিউবার মিস্টার বিস্টের সঙ্গে এক ভিডিওতে এমন প্রশ্ন করেছেন রোনাল্ডো।

ওই ভিডিওতে মার্কিন ইউটিউবারের সঙ্গে পেনাল্টি শট নেওয়ার প্রতিযোগিতায় নামেন পর্তুগিজ মহাতারকা। এ সময় রোনাল্ডোর শট ঠেকাতে গোলপোস্টের সামনে বিস্টসহ আরও তিনজনকে দাঁড়াতে দেখা যায়। আর ভিডিওর শিরোনাম দেওয়া হয়, ‘রোনাল্ডোকে থামাতে কতজন গোলরক্ষকের প্রয়োজন?’

সেই ভিডিওতেই এক বন্ধুর দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করে মিস্টার বিস্ট বলেন, ‘নোলান বলেছে, সে তোমাকে পছন্দ করে না। সে মনে করে তুমি গোট (গ্রেটেস্ট অব অল টাইম) না। সে মনে করে মেসিই সেরা। সে এটাকে (ফুটবল) সকার বলে ডাকে এবং মেসিকে সর্বকালের সেরা বলে।’ বিস্টের এ কথায় বাকি দুজনকেও সমর্থন দিতে দেখা যায়।

এই কথার প্রতিক্রিয়ায় রোনাল্ডো বলেন, ‘কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?’ এই কথা বলার পর অট্টহাসিতে মেতে উঠতে দেখা যায় রোনাল্ডোকে। এরপর পেনাল্টি শট নিয়ে গোলও করেন সিআর সেভেন।

ভিডিওর পরের অংশে রোনালদোর সঙ্গে দেখা যায় বিস্টকে। যেখানে বিস্ট বলেন, ‘রোনালদো আজকে আমাকে সিউ উদ্‌যাপন (রোনালদোর বিশেষ উদযাপন) করা শেখাবে।’ এরপর রোনালদো সিউ করে দেখান বিস্টকে।