সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২
ফাইল ছবি
অস্ট্রেলিয়া ওপেন খেলতে গিয়ে প্রথমবার আটক হওয়ার পর তার প্রতি সমবেদনা জানিয়েছিলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। চেয়েছিলেন তিনি সঠিক বিচার পেয়ে অস্ট্রেলিয়ার ওপেন খেলুক। কিন্তু দ্বিতীয়বার জোকোর ভিসা বাতিল হতেই এ নিয়ে বেশ বিরক্ত ও ক্লান্ত নাদাল। এ বিষয়ে বিশ্বের সাবেক নাম্বার ওয়ান বলেন, যে কোনও প্লেয়ারের থেকে অস্ট্রেলিয়ান ওপেন বেশি গুরুত্বপূর্ণ। এমনকি নোভাককে ছাড়াও অস্ট্রেলিয়ান ওপেন এতটুকু জৌলুস হারাবে না। বরং টুর্নামেন্টটি আগের মতোই উজ্জ্বল ও বর্ণিল থাকবে।
আরও পড়ুন: সহসাই মাঠে ফেরা হচ্ছে না লিওনেল মেসির
সোমবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনের ২০২২ সালের আসর। হাতে আর সময় আছে দু’দিন। জোকোভিচকে নিয়েই করা হয়েছিল টুর্নামেন্টের ড্র। কিন্তু শুক্রবার দ্বিতীয়বারের মতো ভিসা বাতিল হওয়ায় টুর্নামেন্টে জোকোভিচের অংশগ্রহণ এখন অনিশ্চিত।
বছরের প্রথম গ্র্যান্ডস্লামে নামার আগে মেলবোর্ন পার্কে সাংবাদিকদের রাফায়েল নাদাল বলেন, অস্ট্রেলিয়ান ওপেন যে কোনও একজন প্লেয়ারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ান ওপেন তাকে (জোকোভিচ) নিয়ে বা তাকে (জোকোভিচ) ছাড়াই একটা দুর্দান্ত টুর্নামেন্ট হবে। যতই প্রতিপক্ষ হোক না কেন এর আগে নাদাল জানিয়েছিলেন, জকোভিচকে ব্যক্তি হিসেবে একজন ক্রীড়াবিদ হিসেবে তিনি অবশ্যই সম্মান করেন।
জোকোভিচের সঙ্গে নাদালের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো। তবে সাম্প্রতিক সময়ের ঘটনায় বিরক্ত তিনি। বিশেষ করে গত কয়েক সপ্তাহে জোকোভিচের বিভিন্ন কাজে খুশি নন নাদাল। তিনি বলেন, আমি তাকে শুভকামনা জানাই। তার জন্য সবসময়ই আমার শ্রদ্ধা রয়েছে। যদিও গত কয়েক সপ্তাহে তার করা কিছু কাজের সঙ্গে একমত নই আমি। তবে নাদালের বিশ্বাস, শিগগিরই সবার মনোযোগ জোকোভিচ থেকে সরে টেনিস কোর্টের খেলায় চলে আসবে।
অন্যদিকে জোকোভিচের সঙ্গে নতুন বছরের শুরু থেকে যা চলছে তা নিয়ে জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি। ও একজন দারুণ প্লেয়ার এবং মানুষ এ ভাবে ওকে মনে রাখবে এটা ভেবেই খারাপ লাগছে।