সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২২
রোববার বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে সাক্ষাৎ করেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। ছবি সংগৃহীত
রোববার (১৬ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আবদুর রাজ্জাক বলেন, কিছু ক্ষেত্রে র্যাব ভুল করে থাকতে পারে। সেজন্য বাহিনীর ১৯০ কর্মকর্তার শাস্তিও হয়েছে।
তিনি জানান, র্যাবের কয়েকজন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। বাংলাদেশ যেন মানবাধিকার রক্ষায় আরও সতর্ক হয় বা পরিস্থিতির উন্নতি হয়। এ কারণেই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
আরও পড়ুন: দুই ব্যাংকে জব্দ থাকা ইভ্যালির অর্থ ছাড়ের নির্দেশ হাইকোর্টের
কৃষিমন্ত্রীকে এসব কথা জানিয়েছেন খোদ বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত। আবদুর রাজ্জাক বলেন, বাংলাদেশ সফলভাবে জঙ্গি দমন করায় যুক্তরাষ্ট্র সরকার প্রশংসা করেছে। তাদের ধারণা- কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সেটার উন্নতি হওয়া দরকার। তাই এ নিষেধাজ্ঞা দিয়েছে তারা। মার্কিন প্রশাসন আশা করে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি র্যাব এবং বাহিনীটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) এবং বর্তমানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদও রয়েছেন।
গত ১০ ডিসেম্বর বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি এবং ১০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তর। মানবাধিকার লঙ্ঘনে উত্তর কোরিয়া ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশকে বিবেচনা করে যুক্তরাষ্ট্র।