ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

চার দিন পর উদ্ধার হলো অপহৃত সেই ইতালী প্রবাসী কিশোরী

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২

চার দিন পর উদ্ধার হলো অপহৃত সেই ইতালী প্রবাসী কিশোরী

ইতালী প্রবাসী কিশোরী

শ‌নিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার দি‌কে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুল ইসলাম মিঞা।

তবে তাকে শুক্রবার রাত নয়টার দিকে মাদারীপুর শহরের কলেজগেট এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনও গ্রেপ্তার করা যায়নি প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওনকে।

আরও পড়ুন: মির্জাপুর থানার ওসি প্রত্যাহার

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, অপহরণের পর থেকেই আমরা তাকে উদ্ধার করতে চেষ্টা করে যাচ্ছিলাম। থানায় মামলা হলে আমরা দুজন আসামিকেও গ্রেপ্তার করি। তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা অপহৃত কিশোরীর লোকেশন জানতে পেরে, আমরা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হই। তবে ঘটনাস্থলে অপহরণকারীর কাউকে পাওয়া যায়নি। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওই প‌রিবা‌রের বরা‌তে ওসি আ‌রও ব‌লেন, গত ১০ জানুয়ারি সকালে মাদারীপুর শহরের শকুনী এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে নোভা নামের সেই কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আফজাল হোসেন শাওনসহ তার সহযোগীরা। এরপরেই আর কোন সন্ধান মেলেনি নোভার। এ ঘটনায় ৯জনকে আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছে নোভার পরিবার। এ ঘটনায় পুলিশ ২ আসামিকে গ্রেপ্তার করে মাদারীপুর আদালতে পাঠিয়েছে। এক নিকট আত্মীয় মারা যাবার খবর পেয়ে ৮ বছর পর মা-বাবার সঙ্গে ইতালি থেকে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিলেন ১৫ বছর বয়সী কিশোরী নোভা।