ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আইনজীবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী প্রতিনিধি  

প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২২

প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আইনজীবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতীকী ছবি

রোববার (১৬ জানুয়ারি) রাজবাড়ীর ২ নং আমলী আদালত ও রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত আইনজীবীকে ১ নং ও পলাতক স্ত্রীকে ২ নং আসামি করা হয়েছে। বাদী  মোক্তার বিশ্বাস পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মালঞ্চী গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আইনজীবী  নিজাম হায়দার একই গ্রামের আজিজ শেখের ছেলে। ২ নং আমলী  আদালতের  মামলায় নিজাম  হায়দারের বিরুদ্ধে  গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছেন আদালত। 

মামলায় বাদী অভিযোগ করেন, দীর্ঘদিন তিনি সৌদি আরবে ছিলেন। পাঁচ মাস আগে দেশে ফিরে তিনি তার  টাকা পয়সা স্ত্রীর কাছে গচ্ছিত রাখেন। তিনি প্রবাসী হওয়ার সুযোগে নিজাম হায়দার তার স্ত্রীকে ফুঁসলিয়ে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে। গত শুক্রবার দুপুরে নিজাম হায়দার তার স্ত্রীকে নিয়ে  অজানার উদ্দেশে উধাও হয়। যাওয়ার সময় তার স্ত্রীর কাছে গচ্ছিত নগদ চার লাখ ৬০ হাজার টাকা ও  ছয়-সাত ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। 

বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম(২) জানান, রাজবাড়ী ২ নং আমলী আদালতে ৪৯৮ ও ৩৮০ ধারায় দায়ের করা মামলায় ১ নং আসামি নিজাম হায়দারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং ২ নং আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। পক্ষান্তরে রাজবাড়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় আসামি নিজাম হায়দারের বিরুদ্ধে শোকজসহ ভিকটিমের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করা  করা হয়েছে।
 
এদিকে অভিযুক্ত আইনজীবী নিজাম হায়দারের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। 

আরও পড়ুন: নির্বাচন করছেন না পরীমণি
 

এম