ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

সহসাই মাঠে ফেরা হচ্ছে না লিওনেল মেসির

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২

সহসাই মাঠে ফেরা হচ্ছে না লিওনেল মেসির

ফাইল ছবি

আরও পড়ুন: ভিসা বাতিলের পর আবার আটক জোকোভিচ

শনিবার (১৫ জানুয়ারি) ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে বাংলাদেশ সময় রাত ২টায় ব্রেস্তের বিপক্ষে খেলবে পিএসজি। ম্যাচটিতে মেসির না খেলার কথা শুক্রবারই নিশ্চিত করেছে প্যারিসের ক্লাবটি। মেসিকে না খেলানোর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে পিএসজি জানায়, ক্লাবের চিকিৎসক দলের সঙ্গে কাজ করে যাচ্ছেন মেসি। আগামী সপ্তাহে দলে ফিরতে পারেন সাতবারের বর্ষসেরা এই ফুটবলার।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্বের সামনের দুই ম্যাচেও তাকে দলে রাখেননি জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ইতোমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে। ভবিষ্যতের কথা ভেবেই আপাতত তাকে বিশ্রামে রাখতে চাইছে থিঙ্ক ট্যাঙ্ক।

৩৪ বছরের মেসির ওপর ওয়ার্কলোড কমাতেই এখন বিশ্রামের ভাবনা জাতীয় দলের কোচের। এ বছরই কাতারে বিশ্বকাপ আছে। মেসি ২৮ বছর বাদে দেশকে কোপা আমেরিকা ট্রফি এনে দিয়েছেন। এবার তাকে ঘিরেই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখা শুরু হয়েছে আর্জেন্টিনা শিবিরের।

এদিকে মাঠে ফিরতে তর সইছে না সাতবারের ব্যালনজয়ী এ তারকার। নিজের ইনস্টাগ্রামে বৃহস্পতিবার স্ত্রীর সঙ্গে একটি ছবি দিয়ে মেসি লেখেন, শিগগিরই মাঠে ফিরবেন তিনি।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি করোনাভাইরাস পজিটিভ হন মেসি। চার দিন পরই তার নেগেটিভ ফল আসে। কিন্তু প্রাণঘাতী এই ভাইরাসের ধকল কাটিয়ে উঠতে তাকে বিশ্রাম দেয় পিএসজি। যার ফলে গত রোববার লিওঁর বিপক্ষে সবশেষ ম্যাচেও তাকে খেলায়নি তারা।

২০ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে দুইয়ে থাকা নিসের পয়েন্ট ৩৬।