ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও নিয়ে নতুন ফিচার আসছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪

ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও নিয়ে নতুন ফিচার আসছে

এই সুবিধাটি ২০১৭ সালে প্রথম ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছিল। তবে নতুন এই ফিচারটি চালুর পর ব্যবহারকারীরা আরো বিস্তারিত পোস্ট ও বিভিন্ন ভ্রমণের ভিডিও শেয়ার করতে পারবে। যা আরো ইউজারদের স্টোরি তৈরি এবং পণ্যের প্রচার করার সুযোগ দিবে।

ইনস্টাগ্রামে নতুন ফিচারটি শেয়ার করে কোম্পানির প্রধান অ্যাডাম মোসেরি লিখেছেন, এখন থেকে একক রিলে ২০টি অডিও ট্র্যাক যোগ করতে পারবে ব্যবহারকারীরা। যা কনটেন্টের সঙ্গে আরো সৃজনশীল স্বাধীনতা দেয়। ইনস্টাগ্রামে এডিট করার সময় লেখা, স্টিকার এবং ক্লিপগুলোর সঙ্গে নিজেদের অডিওটি শেয়ার করতে পারে। যখন এডিট করবেন তখন অনন্য অডিও মিশ্রণও তৈরি করবেন, যা অন্যেরা সেভ করতে এবং পুনরায় ব্যবহার করতে পারে।

যদিও কিছু ব্যবহারকারী নতুন ফিচারটি পছন্দ নাও করতে পারে। কারণ প্রত্যেকে ব্যবহারকারীর একটি পোস্টে দশটির বেশি স্লাইডের মাধ্যমে স্ক্রল করতে আগ্রহী হবে না। বিশেষ করে যখন অ্যাপটিতে বর্তমানে রিল, স্টোরি এবং নোটের মতো অনেক অন্যান্য বিষয়বস্তু রয়েছে। ইনস্টাগ্রামে এই আপডেটটি ছবি, রিলস, ভিউ, স্টোরি এবং ক্যারোজেলসহ এর সমস্ত ফরম্যাট জুড়ে ভিউগুলোক একত্র করা হবে। এই সুবিধাটি নির্মাতাদের তাদের সমস্ত কনটেন্টে একই ম্যাট্রিক ট্র্যাক করার সুবিধা দেবে।

মেটা ধীরে ধীরে ইনস্টাগ্রামে ক্যারোজেল ফিচারে আরো নতুন নতুন সুবিধা যুক্ত করেছে। যেমন স্লাইড এবং সহযোগী পোস্টগুলোর সঙ্গে মিউজিক একত্রিত করার বিকল্প। যা বেশ কয়েকটি ব্যবহারকারীকে কনটেন্টে তৈরিতে সাহায্য করবে। এছাড়াও ইনস্টাগ্রাম সম্প্রতি আরেকটি সুবিধা চালু করেছে, যা ব্যবহারকারীদের রিলে একাধিক মিউজিক ট্র্যাক যুক্ত করে।