ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

কম্পিউটারেও বাজানো যাবে অ্যালার্ম

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২২

কম্পিউটারেও বাজানো যাবে অ্যালার্ম

ছবি: চ্যানেল24

কিন্তু কখনও কি কম্পিউটারে অ্যালার্ম বাজানোর চেষ্টা করেছেন? হয়ত কেউ কেউ করেছেন। তবে কেউ যদি না করেন থাকে তাহলে করে দেখতে পারেন। উইন্ডোজ ১০-এ অ্যালার্ম এবং ক্লক অপশন ব্যবহার করে কম্পিউটারেই অ্যালার্ম ঘড়ির সুবিধা পাবেন। 

কাজ করার পাশাপাশি লক করা অবস্থায় নির্দিষ্ট সময় পর পর কম্পিউটারে অ্যালার্ম বাজবে। তবে স্লিপমোডে বা বন্ধ থাকলে অ্যালার্ম কাজ করবে না। নির্দিষ্ট সময় পর পর অ্যালার্ম বাজলে একটি পপআপ বার্তা আসবে সেখানে স্নুজ এবং ডিসমিস বাটন চেপে অ্যালার্ম বন্ধ করা যাবে।

অ্যালার্ম চালু করতে কম্পিউটারের স্টার্ট মেনু বা টাস্কবারে অ্যালার্ম অ্যান্ড ক্লক লিখে সার্চ করলেই অ্যালার্ম অপশন দেখা যাবে। এবার বাঁ পাশের অ্যালার্ম মেনুতে ক্লিক করে সময় নির্ধারণের পর অ্যাড অন অ্যালার্ম বাটন চাপতে হবে। অ্যালার্মের সময়ের ছোট করে একটা বর্ণনা দিতে পারবেন নিচের বক্সে। অ্যালার্মটি যদি পুনরায় চান তাহলে রিপিট অ্যালার্ম-এর পাশের টিক চিহ্ন দিতে হবে। সেই সঙ্গে সপ্তাহের কোন কোন দিন এটি বাজবে, তাও নির্বাচন করতে পারবেন। 

মিউজিক আইকন থেকে অ্যালার্মের জন্য শব্দও নির্বাচন করা যাবে। এ ছাড়া চাইলে কতক্ষণ পরপর এটিকে বাজাতে চান (স্নুজিং টাইম) তাও ঠিক করা যাবে। সব তথ্য দেওয়া হলে সেভ বাটনে ক্লিক করতে হবে।