সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২
রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি সংগৃহীত
রিটার্নিং কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জে পৃথকভাবে ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র নেই। সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। একে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ১৯২টি ভোটকেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য নিয়োজিত থাকছেন। প্রতি কেন্দ্রে থাকছেন বাহিনীর ২৬ সদস্য।
মাহফুজা আক্তার বলেন, প্রতিটি কেন্দ্রে একজন এসআইয়ের নেতৃতে থাকছেন পাঁচজন করে পুলিশ সদস্য। এছাড়া আটজন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকছেন।
আরও পড়ুন: ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা খুলে ফেলা হচ্ছে: তৈমুর
তিনি বলেন, নাসিক নির্বাচনে পুলিশের ২৭টি ইউনিট স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে। এছাড়া পুলিশের ভ্রাম্যমাণ দল থাকছে ৬৪টি। প্রতি দলে সদস্য থাকবেন পাঁচজন। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৪ প্লাটুন সদস্য থাকছেন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘নাসিক নির্বাচনে র্যাবের স্ট্রাইকিং ফোর্স থাকছে ৩টি। চেকপোস্ট থাকবে ৬টি।টহল দল থাকবে ৭টি এবং স্ট্যাটিক টিম থাকবে ২টি। ভোট পর্যবেক্ষণ করতে ৯টি সংস্থার ৪২ পর্যবেক্ষককে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আশা করি, রোববার (১৬ জানুয়ারি) নির্বিঘ্নে ভোট হবে।’
আরও পড়ুন: শেখ হাসিনার নৌকা যাবেই যাবে ইনশাল্লাহ: আইভী
শুক্রবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে শেষ হয়েছে সবধরনের প্রচারণা। এ সিটিতে ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। মেয়র পদে তৈমূর ও আইভি ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও পাঁচজন। সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে রয়েছেন ৩২ জন।