ঢাকা, সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬

২২ পৌষ ১৪৩২, ১৬ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

চেয়ারম্যান পদে লড়ছেন স্বামী-স্ত্রীসহ এক পরিবারের তিন সদস্য

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২২

চেয়ারম্যান পদে লড়ছেন স্বামী-স্ত্রীসহ এক পরিবারের তিন সদস্য

ফাইল ছবি

শনিবার (১৫ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন অফিস। এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে ১৩ জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন কমিশন।

ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা কারী প্রার্থী শাহ কামাল জানান, ভোট করার জন্যই তিনি এবং তার পরিবারের সদস্যরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। তারা আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করলেন নোহা

এদিকে গত ১২ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ৫৮৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৯৯ জন, সাধারণ সদস্য পদে ৪০৩ জন রিটার্নিং কর্মকর্তা বরাবরে তাদের মনোনয়নপত্র জমা দেন।

বুড়িচং উপজেলার নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আগামী ৭ ফেব্রুয়ারি উপজেলার ৯ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ১০৩ টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নে ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি।