সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২২
ছবি: সংগৃহিত
২জি কানেক্টিভিটি
শুরুতে আইফোনে ২জি কানেক্টিভিটি দিয়েছিল অ্যাপল। সেই সময় ব্ল্যাকবেরি ও নোকিয়া স্মার্টফোনে ৩জি কানেক্টিভিটি সঙ্গেই কোয়ার্টি কি-বোর্ড পাওয়া যেত। তবে প্রথম আইফোনে ছিল ২.৪ গিগাহার্জ ওয়াইফাই সাপোর্ট।
আরও পড়ুন:
ক্যামেরা
প্রথম আইফোনে ব্যবহার হয়েছিল একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করে শুধুমাত্র ছবি তোলা যেত। ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ ছিল না। আইফোন ৪ এ প্রথম সেলফি ক্যামেরা দেখা গিয়েছিল।
ব্যাটারি
সেই সময় অন্যান্য সব ফোনে রিমুভেবল ব্যাটারি ব্যবহার হলেও আইফোনের ব্যাটারি খোলার কোনো সুযোগ ছিল না। এখন পর্যন্ত সব আইফোনেই এই কৌশল ব্যবহার করেছে অ্যাপেল।
ব্লুটুথ হেডসেট
এখন প্রায় সকলেই ব্লুটুথ হেডসেট ব্যবহার করলেও অনেকেই জানেন না ২০০৭ সালে ব্লুটুথ হেডসেট তৈরি করেছিল অ্যাপেল। আইফোনের সঙ্গে কানেক্ট করে এই হেডসেটের মাধ্যমে ভয়েস কল করা ও গান শোনার সুবিধা পাওয়া যেত। পরে এয়ারপোডের হাত ধরে বাজারে আসে কোম্পানির প্রথম ব্লুটুথ হেডসেট।
মেমোরি কার্ড
সেই সময় সব ফোনে মেমোরি কার্ড ব্যবহারের স্লট থাকলেও আইফোন থেকে তা বাদ দিয়েছিল। ২০০৭ সাল থেকে এখনও পর্যন্ত কোনো আইফোনেই স্টোরেজ বাড়ানোর সুযোগ পাওয়া যায়নি।
অ্যাপ স্টোর
প্রথম আইফোন লঞ্চের সময় সেই ফোনে কোনো অ্যাপ স্টোর ছিল না। অর্থাৎ ফোন কেনার সময় যে অ্যাপ ইনস্টল ছিল তাই ব্যবহার করা যেত। আইফোন ৩জি লঞ্চের সময় অ্যাপ স্টোর আত্মপ্রকাশ করে।
কম্পিউটার কোম্পানিকে স্মার্টফোন কোম্পানিতে রূপান্তর
আইফোন লঞ্চের আগে একটি কম্পিউটার কোম্পানি ছিল অ্যাপল, আইফোন লঞ্চের পরে তা একটি স্মার্টফোন কোম্পানিতে পরিণত হয়। এখনও কম্পিউটার বিক্রি করলেও এই মুহূর্তে অ্যাপেলের প্রধান ব্যবসা স্মার্টফোন বিক্রি।
সম্প্রতি প্রথম কোম্পানি হিসাবে ৩ ট্রিলিয়ন ডলারের গণ্ডি ছুঁয়েছে অ্যাপল। কোম্পানির এই গগনচুম্বী সাফল্যের পিছনে প্রধান কারিগর আইফোন।
জে