ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

চাকরির বয়স বাড়ানোসহ চার দাবিতে নীলক্ষেত অবরোধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২২

চাকরির বয়স বাড়ানোসহ চার দাবিতে নীলক্ষেত অবরোধ

আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ

রোববার (১৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে কয়েক শ চাকরিপ্রার্থী নীলক্ষেত মোড় অবরোধ করেন। অবরোধের কারণে নিউমার্কেট-আজিমপুর সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

চাকরিপ্রার্থীদের অন্য দাবিগুলো হলো, নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করে নিয়োগ পরীক্ষার মার্কসহ ফলাফল প্রকাশ করা, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করা এবং সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা।

তবে আন্দোলনকারীরা বলছেন, তাদের দাবির পক্ষে প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ কোনো আশ্বাস না আসবে ততক্ষণ তারা জায়গা ছাড়বেন না। প্রয়োজনে জীবন দেবেন।

আরও পড়ুন: বুয়েটের হলে ২২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

আন্দোলনকারীদের সাত কলেজের সমন্বয়ক আবু বকর বলেন, চাকরির প্রস্তুতি না নিয়ে আমরা এখানে বসে থাকতে চাই না। আমরা শুধু চাই, প্রশাসনের পক্ষ থেকে আমাদের বলা হোক, তারা আমাদের দাবির বিষয়ে ভাবছে। এই কথা বলার পর আমরা আর এখানে এক মিনিটও বসে থাকব না।

দুপুর সাড়ে ১২টার দিকে নীলক্ষেতে উপস্থিত হন রমনা জোনের এডিসি হারুন অর রশীদ। তিনি চাকরিপ্রার্থীদের দুই মিনিট সময়ের মধ্য আন্দোলন শেষ করে অরবোধ তুলে নিতে বলেন। অন্যথায় পুলিশ অ্যাকশনে যাবে জানান।

কয়েক দফা অনুরোধের পরও আন্দোলনকারীরা রাস্তা না ছাড়লে দুপুর সাড়ে ১২টার দিকে লাঠিচার্জ করে পুলিশ।

আন্দোলনকারীদের অভিযোগ, রমনা জোনের এডিসির নির্দেশে আন্দোলন স্থলের বাইরে যাবার সময় তাদের কয়েকজনকে মেরেছে পুলিশ। আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে এর জবাব চান তারা।