ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

অ্যাডভেঞ্চার ক্লাবের উদ্যোগে কারাতে প্রশিক্ষণ কর্মশালা

নোবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২

অ্যাডভেঞ্চার ক্লাবের উদ্যোগে কারাতে প্রশিক্ষণ কর্মশালা

কারাতে কর্মশালা

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮০ জন শিক্ষার্থীকে কেন্দ্রীয় খেলার মাঠে কারাতে প্রশিক্ষণ দেয়া হয়। ব্ল্যাকবেল্ট প্রাপ্ত কারাতে প্রশিক্ষক শামীম সাইদ ও নাছের শাকিল কর্মশালাটি পরিচালনা করেন। সেনসি পদবীধারী এই প্রশিক্ষকরা দীর্ঘদিন ধরে কারাতে প্রশিক্ষণের সঙ্গে যুক্ত। 

কর্মশালায় প্রশিক্ষকরা আত্মরক্ষা, শৃঙ্খলা, ফিটনেস এবং ফোকাস বৃদ্ধিতে কারাতের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের কারাতের মৌলিক কৌশলগুলো শেখান তারা। 

আরও পড়ুন: পাবনা জেলা পুলিশ আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম শিমুল

এ ব্যাপারে নোবিপ্রবি অ্যাডভেঞ্চার ক্লাবের সভাপতি সাদমান সাকিব বলেন, বর্তমান সময়ে নিজের নিরাপত্তা রক্ষা। একই সঙ্গে নিজের আত্মবিশ্বাস এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার অন্যতম একটি নিয়ামক হল ‘কারাতে’।  দৈনন্দিন জীবনে চলার পথে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে আত্মরক্ষার বিকল্প নেই। সেই ভাবনা থেকেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণের গুরুত্ব অনুভব করে নোবিপ্রবি অ্যাডভেঞ্চার ক্লাব। কর্মশালাটি শিক্ষার্থীদের মধ্যে আত্মরক্ষার মত একটি বিষয়কে গুরুত্ববহ করে তুলতে পেরেছে এবং একই সঙ্গে তাদের মাঝে আত্মবিশ্বাস ছড়িয়ে দিতে পেরেছে বলে আমি মনে করি। 

তিনি আরও বলেন, ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য কাজ করার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ বিনির্মাণে নোবিপ্রবি অ্যাডভেঞ্চার ক্লাব বরাবরই সোচ্চার। আশা করি, ভবিষ্যতে আরও বড় পরিসরে নোবিপ্রবি অ্যাডভেঞ্চার ক্লাব এই ধরনের সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে।