ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

ফাঁকা মেসে বসে ফ্রিল্যান্সিং করে সাবলম্বী ফরহাদ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২

ফাঁকা মেসে বসে ফ্রিল্যান্সিং করে সাবলম্বী ফরহাদ (ভিডিও)

ছবি: চ্যানেল24

করোনা মহামারির শুরুতে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। সবাই বাড়ি ফিরে গেলেও, মেসে থেকে ফ্রিল্যান্সিং শুরু করে ফরহাদ হোসাইন। দেড় বছরের চেষ্টায় নিজে পারদর্শী হয়ে এখন সহায়তা করছেন অন্যদেরও। ইউটিউবে কন্টেন্ট তৈরি ও গ্রাফিক্স ডিজাইনে আগ্রহীদের আয়ের পথ দেখাতে চান তিনি।

আরও পড়ুন: 

এ বিষয়ে ফরহাদ হোসেন বলেন, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট এবং গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আমার অনেক আগ্রহ। সেখান থেকেই মূলত কাজ শুরু করা।

তিনি আরও বলেন, কাজ করার পাশাপাশি প্রায় ৮০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদের মধ্যে ৩০০ শিক্ষার্থী ইতোমধ্যে আয়ও করছে। 

প্রশিক্ষণ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়ে থাকি। ইউটিউবে কীভাবে কাজ করলে সহজে মনিটাইজ পাওয়া যাবে সে বিষয়ে তিনি আমাদের পরামর্শ দিয়ে থাকেন। 

ফ্রিল্যান্সিং এর পাশাপাশি, শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করেও সফল হয়েছেন কুড়িগ্রামে জন্ম নেওয়া এই তরুণ উদ্যোক্তা।