ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

দুই সপ্তাহের মাথায় আরও একটি মসজিদ বন্ধ করে দিল ফরাসি সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২২

দুই সপ্তাহের মাথায় আরও একটি মসজিদ বন্ধ করে দিল ফরাসি সরকার

ছবি - সংগৃহীত

মন্ত্রী জেরাল্ড ডারমানিন বুধবার (১২ জানুয়ারি) বলেন, ‘অ্যান্টি সেমেটিক’ মন্তব্যের কারণে মসজিদটি বন্ধ করে দেয়া হয়েছে। মসজিদটি বন্ধ করার নির্দেশনা দেয়ার আগে কানের মেয়র ডেভিড লিসনার্ডের পরামর্শও নেয়া হয়েছে। খবর আলআরাবিয়া ইংলিশের। 

সপ্তাহ দুয়েক আগে আরেকটি মসজিদ বন্ধ করে দেয়ার পর কানের এই মসজিদটি বন্ধ করে দেয়া হলো। সম্প্রতি বন্ধ হওয়া মসজিদটির ইমাম ইসলাম প্রচারে উগ্রপন্থা অবলম্বন করেছেন বলে দাবি করেছে ফরাসি কর্তৃপক্ষ।

এর আগে প্যারিস থেকে প্রায় ৬০ মাইল উত্তরের ৫০ হাজার অধিবাসীর শহর বেউভাইসের একটি মসজিদ ছয় মাসের জন্য বন্ধ ছিল। কারণ সেখানকার খুতবা ঘৃণা ও সহিংসতাকে উস্কে দিয়ে জিহাদকে স্বীকৃতি দেয় বলে অভিযোগ করা হয়েছিল। 

গত বছরের অক্টোবরেও প্যারিসের ২০০ কিলোমিটার পশ্চিমে অ্যালোনেসের একটি মসজিদকে সশস্ত্র জিহাদ এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত খুতবার জন্য ছয় মাসের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল।

ফরাসি সরকার গত বছর ঘোষণা করে, তারা কট্টরপন্থী ইসলাম প্রচার ছড়ানোর সন্দেহে বিভিন্ন মসজিদ এবং সংস্থার ওপর নজরদারি বাড়াবে। ২০২০ সালের অক্টোবরে স্যামুয়েল প্যাটি নামে এক শিক্ষক চার্লি হেবদো ম্যাগাজিনে প্রকাশিত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক ছবি শ্রেণিকক্ষে দেখানোর কারণে খুন হন।

এদিকে বুধবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ পর্যন্ত ফ্রান্সের ৭০টি মসজিদকে ‘উগ্রপন্থী’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে মোট ২৬২৩টি মসজিদ রয়েছে।