ঢাকা, সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬

২২ পৌষ ১৪৩২, ১৬ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২২

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ভোটগ্রহণ চলছে

এর আগে নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করে ইসি। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয় নির্বাচনী উপকরণ। নির্বাচনের পরিবেশ শান্ত রাখতে মোতায়েন করা হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়।

নাসিক সিটি করপোরেশনে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। ২০১১ সালে নির্দলীয় ভোটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ও দেশের প্রথম নারী মেয়র হয়েছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভি। এরপর ২০১৬ সালে দলীয় প্রতীকে আওয়ামী লীগের নৌকা নিয়ে দ্বিতীয়বার মেয়র হন আইভী। এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ সিটিতে ভোটের লড়াই জমে উঠেছে। 

শঙ্কা ও সম্ভাবনার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমুর-আইভী নিয়ে অবিরাম আলোচনা-সমালোচনার পর শুক্রবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে শেষ হয় নির্বাচনী প্রচার কার্যক্রম।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আওয়ামী লীগের মাঠের রাজনীতির এ লগ্নে নাসিক নির্বাচন নিয়ে জল গড়িয়েছে হাই কমান্ড অব্দি। বরাবরের মতই শামীম ওসমানের দিকে আইভীর ইঙ্গিতের তীর। বিগত বক্তব্যগুলোতে আইভী বলেন, মুখে নৌকার কথা বললেও মাঠের প্রচারণায় পাচ্ছেন না তাকে (শামীম ওসমান)।

এদিকে তুড়ির উপর এসব বক্তব্য উড়িয়ে দিয়েছেন শামীম ওসমান। তার বক্তব্য- আম গাছ, কলা গাছ যে কেউ নৌকা নিয়ে দাঁড়ালেই সমর্থন দিবেন তিনি।

এদিকে ‘শামীম ওসমানের প্রার্থী তৈমুর আলম’ বলে দাবিও করেছিলেন আইভী।

অন্যদিকে, মনোনয়নের পরই, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে প্রত্যাহার করা হয় তৈমুরকে। তারপরও মহানগর বিএনপির সদস্যসচিব এ টি এম কামালসহ অসংখ্য নেতা-কর্মীরা প্রত্যক্ষ প্রচারণায় নামছেন জানিয়ে ‘রাজনৈতিক অপকৌশল প্রয়োগ’ এর অভিযোগ তোলেন সরকার দলীয় একমাত্র প্রতিদ্বন্দ্বী আইভী।

এদিকে হাতি প্রার্থী তৈমুরের অভিযোগ ঠিক উল্টো। তিনি জানান, গ্রেপ্তার করা হয়েছে তার হয়ে নির্বাচনী প্রচারণায় নামা ১৭ জন নেতা-কর্মীকে। এছাড়া ৩৭ জনের বাসায় চালানো হয়েছে পুলিশী অভিযান। গ্রেপ্তার-হয়রানি বন্ধ না হলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থানের ঘোষণাও দিয়েছিলেন তিনি।

প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়ছেন দুই হ্যাভিওয়েট প্রার্থী। চার বারের নির্বাচিত নারায়ণগঞ্জ পৌর মেয়র চুনকা কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী লড়ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। হাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি। 

নারায়ণগঞ্জ সিটি ভোটে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর পাঁচ প্রার্থীরা হলেন, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল ইসলাম (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ) ও বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাত ঘড়ি)। একই সঙ্গে ৯টি সংরক্ষিত নারী সদস্য পদে ৩৪ জন এবং ২৭টি সাধারণ সদস্য পদে ১৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করছেন।

নাসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৯২টি। ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৩৩টি। মোট ইভিএম ২ হাজার ৯১২ ইউনিট। স্মার্টবুথ রয়েছে ২টি কেন্দ্র। মডার্ন গার্লস স্কুল (১২৩ ও ১২১ কেন্দ্র), ওয়ার্ড নম্বর- ৬। নাসিকে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন। নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং হিজড়া ভোটার রয়েছে ৪ জন।