ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

সুস্বাদু ইলিশ খিচুড়ির রেসিপি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪

সুস্বাদু ইলিশ খিচুড়ির রেসিপি

বৃষ্টির দিনে খিচুড়ি পছন্দ সবার। আর খিচুড়ির কথা বললেই মাথায় আসে গরু, খাসি, মুরগি অথবা হাঁসের মাংসের কথা। তবে স্বাস্থ্য সচেতন অনেকেই মাংসের খিচুড়ি খেতে চান না। তাদের জন্য রান্না করতে পারেন মাছের খিচুড়ি। সাধারণ খিচুড়ি তো সবাই রান্না করতে পারেন। এবার জেনে নিন ভিন্ন স্বাদের ইলিশ খিচুড়ির রেসিপি-

উপকরণ: 
বাসমতি চাল - পরিমাণমতো
ইলিশ মাছের টুকরা - ৫-৬পিস
মুগ ডাল - ২ কাপ
মটরশুঁটি - ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি - ১টি
রসুন কুচি - ১ কাপ
আদা কুচি - ২ চা চামচ
গোলমরিচের গুঁড়া - ২ চা চামচ
হলুদ গুঁড়া - ১ চা চামচ
জিরা গুঁড়া - ১ চা চামচ
গোটা জিরা - ১/২ চা চামচ
তেল - ২ টেবিল চামচ
লবণ - পরিমাণমতো
ঘি - ১/২ চা চামচ
ধনেপাতা কুচি - ২ টেবিল চামচ
লেবুর রস - ২ টেবিল চামচ।

প্রণালি:
প্রথমে মাছের টুকরাগুলোকে ২ টেবিল চামচ লেবুর রস, অল্প তেল ও লবণ দিয়ে মাখিয়ে নিন। তারপর এক ঘণ্টা রেখে দিন। এবার একটি পাত্রে চাল ও ডাল নিন। এটি একসঙ্গে ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে একে একে জিরা ও পেঁয়াজ কুচি একসঙ্গে বাদামি করে ভেজে নিতে হবে। এবার এতে আদা কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণমতো লবণ ও অল্প পানি দিয়ে মসলাগুলো কষিয়ে নিন। তারপর ভিজিয়ে রাখা চাল ও ডাল পানি ঝরিয়ে কড়াই দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।

তিন চার মিনিট মসলার সঙ্গে চাল ও ডাল ভালো করে নাড়িয়ে দুই কাপ পানি দিন। একে একে মটরশুঁটি, ধনেপাতা কুচি ও মেরিনেট করে রাখা মাছের টুকরাগুলো ছড়িয়ে দিন। তারপর ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন। চাল সিদ্ধ হওয়ার পর্যন্ত রেখে দিন। এতেই মাছ সিদ্ধ হয়ে যাবে। আর পানি পরিমাণমতো দিলে খিচুড়ি ঝরঝরে হবে। মনে রাখবেন, মাছ দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না। এতে মাছ ভেঙ্গে যেতে পারে। খিচুড়ি চুলা থেকে নামানোর আগে অল্প ঘি ছিটিয়ে দিন। এবার গরম গরম পরিবেশন করুন ইলিশ খিচুড়ি।