ঢাকা, সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬

২২ পৌষ ১৪৩২, ১৬ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

ইলিশ আছে ক্রেতা নেই, ব্যবসায়ীদের মাথায় হাত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২

ইলিশ আছে ক্রেতা নেই, ব্যবসায়ীদের মাথায় হাত

অলস সময় পার করছেন মৎস্য ব্যবসায়ী

চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা গেছে, চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দক্ষিণাঞ্চলের ইলিশ চাঁদপুর মাছঘাটে প্রতিদিন আসছে। অন্য বছর এই সময়ে আড়তে ক্রেতা থাকলেও এবার পুরো আড়ত ক্রেতা শূন্য হয়ে পড়েছে। ৭০০-৮০০ গ্রামের ইলিশের মণ বিক্রি ৩২ থেকে ৩৫ হাজার টাকা। আর এক কেজি সাইজের উপরের ইলিশের মণ ৪২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। 

এদিকে পুরো দেশে করোনার কারণে বিধিনিষেধ জারি করা হয়েছে। এর ফলে অনেকেই জেলার বাইরে থেকে চাঁদপুরে আসছে না। যার প্রভাব পড়েছে ইলিশের আড়তে। 

আরও পড়ুন: ময়মনসিংহের ৪ জেলা থেকে ঢাকাগামী গণপরিবহন বন্ধ ঘোষণা

বিক্রেতাদের আক্ষেপ, ইলিশ, চিংড়ির চাহিদা থাকা সত্ত্বেও এখন তা বিক্রি হচ্ছে না। একে বিক্রি কম, তার ওপর মাছ সংরক্ষণ করতে গিয়ে খরচ হচ্ছে বেশি। 

মাছঘাটে ক্রেতা সাইফুল ইসলাম বলেন, চাঁদপুর মাছঘাটে ইলিশ কিনতে এসেছিলাম কিন্তু দাম অনেক বেশি। ইলিশের সাইজ খুবই সুন্দর। তবে দাম কিছু কম হলে ইলিশ কিনা যেত।

মৎস্য ব্যবসায়ী সোহেল গাজী বলেন, আড়তে বড় বড় সাইজের ইলিশ আছে, তবে ক্রেতাদের চাহিদা নেই। ইলিশের দাম একটু বেশি। এবছর মাছের আমদানি কম, দাম বেশি। প্রতিদিন ২০ হাজারও বিক্রি করতে কষ্ট হয়। 

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকার বলেন, বর্তমান সময়ে ইলিশের আমদানি কম, বিক্রিও কম। যার কারণে দাম একটু বেশি। জাটকা রক্ষা মৌসুম শেষ হলে ইলিশের আমদানি বাড়বে, ওই সময় দামও কমে আসবে।