সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২২
কৌতিনহো জাদুতে কপাল পুড়ল ইউনাইটেডের
শনিবার (১৫ জানুয়ারি) রাতে ভিলা পার্কে ব্রুনো ফার্নান্দেসের গোলে প্রথমেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ডি বক্সের অনেক বাইরে থেকে তার নেওয়া শটে ছিল না তেমন গতি। তাও অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জড়ায় জালে।
এমিল্যানো মার্টিনেজের হাত ফসকে যাওয়া গোল নিয়েই প্রথমার্ধ শেষ করে ম্যান ইউ। এই অর্ধের ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেস। ফ্রেদের পাস ধরে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।
এর এক মিনিট পরেই কৌতিনহোকে অভিষেক করান কোচ স্টিভেন জেরার্ড। আর ব্রাজিলিয়ান এই তারকা নেমেই খেলার চেহারা পাল্টে দেন। অ্যাস্টন ভিলার হয়ে নিজের প্রথম এসিস্টের জন্য সময় খরচ করেন মাত্র ৯ মিনিট।
কৌতিনহোর এসিস্টে সমর্থকদের আনন্দে ভাসান জ্যাকোব রামসে। ইউনাইটেডের সঙ্গে ব্যবধান কমায় ভিলা। তবে এই ম্যাচের চিত্রনাট্য তো এখানেই শেষ হয়নি। ২-০ গোলে পিছিয়ে থাকা স্বাগতিকরা ম্যাচে সমতা আনে শেষ বাঁশি বাজার মাত্র ৮ মিনিট আগে। ক্লাবটির হয়ে গোলের খাতা খোলেন বার্সেলোনায় ফর্মহীনতায় ভোগা সেই কৌতিনহো-ই।
সমতায় ফেরা গোলে অবদান রাখেন প্রথম গোল করা রামসে। ইংলিশ মিডফিল্ডারের পাস দূরের পোস্টে পেয়ে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ফলে ৭৭ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকেও পূর্ণ তিন পয়েন্ট কপালে জোটেনি রেড ডেভিলদের।
এই ড্রতে পয়েন্ট টেবিলে উন্নতি হয়নি রালফ রাংনিকের দলের। ২০ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে আগের মতো সপ্তম স্থানেই আছে ইউনাইটেড। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অ্যাস্টন ভিলা। ম্যানচেস্টার সিটি ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে।