সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২
জেলা প্রশাসনের পরিদর্শন
এদিকে শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে দর্শনা বন্দরের চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানকে প্রধান করে চারজনকে সদস্য করা হয়েছে। অপরদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের গঠিত কমিটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ তানিকে প্রধান করা হয়েছে। এ কমিটিতে সদস্য রয়েছে ৩ জন। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটির সদস্যদের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
এর আগে এদিন বেলা ১২টার দিকে চেকপোস্টে গিয়ে বিষয়টির খোঁজখবর নেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ও চেয়ারম্যান আলী মুনছুর বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় চেকপোস্টে কর্মরত স্বাস্থ্য-কর্মীদের মৌখিকভাবে সতর্ক করেন জেলা প্রশাসক। এছাড়াও বন্দরের মেডিকেল বুথে প্রয়োজনীয় চিকিৎসক, জনবল, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও লজিস্টিক সাপোর্ট দেয়ার জন্য নির্দেশ দেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য বিভাগকে।
উল্লেখ্য, দর্শনা বন্দর দিয়ে পাসপোর্টধারী ভারত ফেরত যাত্রীদের কাছ থেকে ১শ’ টাকা ফি নিয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেককে করোনার র্যাপিড এন্টিজেন টেস্ট করা হচ্ছে বন্দরের মেডিকেল বুথে। এতে অনিয়ম হচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।