ঢাকা, সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬

২২ পৌষ ১৪৩২, ১৬ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

কনটেন্ট ক্রিয়েটরদের যে ৫টি অ্যাপস সম্পর্কে জানা উচিত

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২২

কনটেন্ট ক্রিয়েটরদের যে ৫টি অ্যাপস সম্পর্কে জানা উচিত

ছবি: সংগৃহিত

চলুন আজকে জেনে নেব কনটেন্ট ক্রিয়েটের জন্য কোন অ্যাপসগুলো সবচেয়ে বেশি উপযোগী-

১. প্রিমিয়ার প্রো 

প্রোফেশনালভাবে ভিডিও এডিটিং এর জন্য প্রিমিয়ার প্রো অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে। এ অ্যাপ চাইলে ফ্রিতে ব্যবহার করা সম্ভব নয়। মাত্র সাতদিনের জন্য ফ্রিতে ব্যবহারের সুযোগ দেওয়া হয়। এরপর অর্থ খরচ করে এটি কিনে হবে। তবে এখন ইন্টারনেটে অনেক সাইটে এর ক্র্যাক ভার্সন পাওয়া যায়। যা ব্যবহারের জন্য কোনো অর্থ খরচ করতে হয় না। প্রিমিয়ার প্রো অ্যাপ দিয়ে ইউটিউব, ফেসবুক এবং টিভি শো এর জন্য কনটেন্ট তৈরি করা হয়ে থাকে। এটি ব্যবহারের জন্য উচ্চক্ষমতা সম্পন্ন কম্পিউটার প্রয়োজন। র‌্যাম, প্রসেসর এগুলো উন্নত মানের না হলো প্রিমিয়ার প্রো অ্যাপ ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। কম্পিউটার বার বার হ্যাং করে। 

আরও পড়ুন:

২. ইলাস্ট্রেটর  
অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে লোগো তৈরি, পোস্টার ডিজাইন, বিজ্ঞাপন কার্ডসহ নানা ধরনের কাজ করা যায়। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

৩. ভিমো 

খুব সহজে ভিডিও এডিটিং করার জন্য ভিমো খুবই জনপ্রিয় অ্যাপ্লিকেশন। বিশ্বের প্রায় ২৩ কোটি লাখ মানুষ এ অ্যাপ ব্যবহার করে থাকে কনটেন্ট ক্রিয়েটের জন্য। 

৪. ক্যানভা 

যারা অনলাইন ঘাটাঘাটি করেন তারা ক্যানভা সম্পর্কে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ক্যানভা অস্ট্রেলিয়ান গ্রাফিক্স ডিজাইন প্লাটফর্ম। এখানে হাজার হাজার টেমপ্লেট রয়েছে। ক্যানভার গ্রাহক হয়ে যে কেউ এটি সহজে ব্যবহার করতে পারবে। কারো গ্রাফিক্স সম্পর্কে ভালো ধারণা না থাকলেও সমস্যা নেই, এখান থেকে খুবই সহজেই আকর্ষণীয় সব ডিজাইন তৈরি করা যায়। 

৫. ফিল্মমোরা

কারো যদি ভিডিও এডিটিং সম্পর্কে কোনো ধারণাই না থাকে তাহলে তার জন্য সবচেয়ে সহজ উপায় ফিল্মমোরা ব্যবহার। এ অ্যাপ দিয়ে খুব সহজেই ভিডিও এডিট করা সম্ভব। বিশ্বের ৭ কোটির অধিক মানুষ এই ফিল্মমোরা ব্যবহার করেন। 

সূত্র: টেক গেস