সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২২
ছবি: চ্যানেল24
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন বলেন, আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা পরীক্ষা পাস করে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও আমাদের নিয়োগ দেওয়া হয়নি। অতিসত্তর আমাদের নিয়োগের ব্যবস্থা করে যেন বেকারত্ম দূর করার সুযোগ দেওয়া হয়।
তার বলেন, হাউজ প্যারেন্ট কাম টিচার পদে বি.এড ডিগ্রি ধারী কাউকে নিয়োগ দেওয়া হয়নি। অথচ বিগত বছরগুলোতে এ পদে বি.এড ডিগিধারীসহ অন্যান্য ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু এবার শুধু বি.এস.এড ডিগ্রি ধারী ৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ এ পদে লোক নেওয়ার কথা ছিল ৩২ জন। সে অনুযায়ী এ পদে আর ২৭ জন নিয়োগ বাকী আছে।
এ সময় তারা আরও বলেন, চাকরির বিজ্ঞপ্তিতে শুধু বি.এস.এড ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়া হবে এরকম কিছু উল্লেখ ছিল না। এ পদে বি.এড ডিগ্রি ধারীদের অগ্রাধিকার দেওয়া হয় বলেই আমরা আবেদন করেছি।
মানববন্ধন শেষে চাকরি প্রত্যাশিরা সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এতে বলা হয়, ২০২০ সালের ১ সেপ্টেম্বর, স্মারক নং-৪১.০১.০০০০.০০৯.১১.২২৩.১৮-৩৬৫ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৭ ক্যাটাগরির বিভিন্নপদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আমরা উক্ত বিজ্ঞপ্তির ০৮নং পদের ‘হাউজ প্যারেন্ট কাম টিচার’ পদে ২৭৫ জন আবেদন সম্পন্ন করি। যাদের মধ্যে প্রায় ২৬২ জন্য বি.এড ধারী।
হাউজ প্যারেন্ট কাম টিচার সহ ২১ ক্যাটাগরির বিভিন্ন পদে ২০২০ সালের ২০ নভেম্বর লিখিত পরীক্ষা সম্পন্ন হয় এবং ২০২১ সালের ২৭ জানুয়ারি এ পদের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। অন্য ৩৭ ক্যাটাগরির বিভিন্ন পদের রেজাল্ট যথাসময়ে প্রকাশিত হলেও ‘হাউজ প্যারেন্ট কাম টিচার’ পদের রেজাল্ট দীর্ঘদিন অপেক্ষা থাকায় পর ২০২২ সালের ৯ জানুয়ারি মৌখিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। এতে ৩২ জনকে নিয়োগ প্রদান করার কথা থাকলেও মাত্র ৫ জনকে নিয়োগ প্রদান করা হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, ‘হাউজ প্যারেন্ট কাম টিচার’ এ বি.এস.এড ধারীদের নিয়োগ প্রদান করা হয়। কিন্তু বি.এড ডিগ্রিধারীদের নিয়োগ প্রদান করা হয়নি। অথচ ২০১৯ ও ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ধারা একই হওয়ায় ২০১৯ সালে ‘হাউজ প্যারেন্ট কাম টিচার’ পদে বি.এড, বি.এস.এড, বি.পি.এড ধারীদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু ২০২০ সালে বি.এস.এড বাদে অন্য ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়া হয়নি।