ঢাকা, সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬

২২ পৌষ ১৪৩২, ১৬ রজব ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

কক্সবাজারে যাত্রীবাহী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২২

কক্সবাজারে যাত্রীবাহী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কক্সবাজার

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চান্দেরঘোনা সাতঘরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নবগঠিত ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনায় নিহত হয়েছেন অটোরিকশা চালক (নাম জানা যায়নি) ও তসলিমা আক্তার নামের এক যাত্রী। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় শফিকুর রহমান ও ছেনুয়ারা বেগম নামের দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন: কুড়িগ্রামে এবার ভোট যুদ্ধে ২৮ ইঞ্চি উচ্চতার মশু

ওসি আব্দুল হালিম বলেন, বিকেলে চান্দেরঘোনা সাতঘরিয়া পাড়া এলাকায় বান্দরবানগামী পূরবী পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দিয়ে সড়কের খাদে পড়ে যান। দুর্ঘটনায় ঘটনাস্থলে অটোরিকশা চালক ও গাড়িটির এক নারী যাত্রী নিহত হন। এছাড়া আহত হয়েছেন অটোরিকশার দুইজন যাত্রী। তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি স্থানীয় ব্যক্তিদের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। এছাড়া ঘটনার ব্যাপারে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়া হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ এখনও ঘটনাস্থলে রয়েছে বলে জানান আব্দুল হালিম।